বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

দীঘিনালায় ইউপিডিএফের বিক্ষোভ

প্রকাশঃ ৩০ অগাস্ট, ২০১৯ ০৫:৩৯:২৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:৪৩:৫০  |  ১৩৩৪
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। গত ২৬ আগস্ট খাগড়াছড়ির দীঘিনালায় তিন ইউপিডিএফ সদস্য গোলাগুলিতে নিহতের ঘটনার প্রতিবাদে  আজ শুক্রবার (৩০ আগস্ট ২০১৯) দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর পৌনে ১২টায় ইউপিডিএফ-এর দীঘিনালা ইউনিটের উদ্যোগে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র দীঘিনালা ইউনিটের সংগঠক দীপন জ্যোতি চাকমা। সমাবেশে সঞ্চলনা করেন ইউপিডিএফ সদস্য রুপেশ চাকমা।

সমাবেশে ইউপিডিএফ নেতারা অভিযোগ করেন তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের পর ঠান্ড ামাথায় গুলি করে হত্যা করা হয়। সমাবেশ থেকে  ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকরেন।

তিনি পার্বত্য চট্টগ্রামে প্রতিদিন জনগণের মৌলিক মানবাধিকার হরণ ও ইউপিডিএফের উপর চরম ভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions