শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

ইউপিডিএফের দাবি গ্রেফতারের পর হত্যা করা হয়েছে

প্রকাশঃ ২৬ অগাস্ট, ২০১৯ ০৬:৫১:০৫ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৬:১৩:১২  |  ২৮০৬
সিএইচটি টুডে ডট কম ডেস্ক।  ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা আজ সোমবার (২৬ আগস্ট ২০১৯) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রাম থেকে নিরাপত্তা বাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের পর ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে দাবি করেছেন।

সংবাদ মাধ্যমে প্রদত্ত দ্বিতীয় বিবৃতিতে ইউপিডিএফ নেতা অভিযোগ করে বলেন, গতকাল রবিবার দিবাগত রাত ২টায় দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রামের বাসিন্দা সুমন চাকমার বাড়ি থেে মেরুং বেতছড়ি (বর্তমানে যুবনাশ^ পাড়া, পুজগাঙ, পানছড়ি) গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা(৩৮), ইন্দ্রমনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভুজেন্দ্র চাকমা (৫০) ও হাসিনসনপুর গ্রামের সুজিতপ্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেলকে(২৬) গ্রেফতার করে নিয়ে যায়। এরপর আজ সোমবার সকালে তাদেরকে ঐ গ্রামের পূর্ব দিকে বিনন্দচুগ নামক পাহাড়ে নিয়ে গিয়ে “গোলাগুলির” নাটক সাজিয়ে  গুলি করে হত্যা করে।

বিবৃতিতে অংগ্য মারমা ইউপিডিএফ-এর ওপর  রাজনৈতিক দমন-পীড়ন বন্ধেরও দাবি জানিয়েছেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions