বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপনে

বৌদ্ধ বিহারে আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন বাসন্তী চাকমা এমপি

প্রকাশঃ ১৬ জুলাই, ২০১৯ ১১:৪৬:০১ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১২:০৮:০৪  |  ৩২০৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলার বৌদ্ধ বিহারে আর্থিক অনুদানে চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার  খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা কার্যালয়ে  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত অনুদানের চেক হস্তান্তর করেন তিন পার্বত্য জেলা থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি। এ সময় তিনি  খাগড়াছড়ি জেলা সদর, মাটিরাঙ্গা, লক্ষীছড়ি, পানছড়ি, দিঘীনালা, মহালছড়ি, গুইমারা, মানিকছড়ি, রামগড়সহ ৫৬টি বৌদ্ধ বিহারে মন্দির ভিত্তিক ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার  অনুদানের চেক  বিহার অধ্যক্ষদের হাতে তুলে দেন।  জানাগেছে, ৫৬টি বৌদ্ধ বিহারের জন্য ৭ লক্ষ ৭৩ হাজার টাকা চেক হস্তান্তর করা।

এসময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি খাগড়াছড়িতে বসবাসকারী সকল সম্প্রদায়ের সম্প্রতির খাগড়াছড়ি গড়ার লক্ষে দেশের উন্নয়ন সমৃদ্ধি ও কল্যাণে প্রার্থনা করার আহবান জানান।

অনুষ্ঠানে জেলার নয়টি উপজেলার বিহার অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
 
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions