বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে বাঙালী দুই সংগঠনের ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে

প্রকাশঃ ০৬ মে, ২০১৮ ১২:২৪:৩২ | আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৪ ০৯:৪৬:৩২  |  ১০৬২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। রাঙামাটির বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত মাইক্রো চালক মো: সজিব হত্যাকান্ডের বিচার ও খাগড়াছড়ির মহালছড়ি থেকে অপহৃত তিন যুবকের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য অধিকার ফোরাম নামে দুইটি বাঙালী সংগঠনের ডাকে রোববার ভোর থেকে হরতালের সমর্থনে পিকেটিং চলছে। খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং ও মিছিল করেছে হরতাল সমর্থকরা।

হরতালে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ বাসগুলো ভোরে পুলিশ প্রহরায় শহরের প্রবেশ করেছে। শহর কেন্দ্রিক যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামীরা। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়ন রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান।
গতকাল শনিবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে হরতালের ডাক দেয় বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য অধিকার ফোরামের নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions