বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

খাগড়াছড়ি কাল থেকে ৭২ ঘন্টা হরতালের ডাক

প্রকাশঃ ০৫ মে, ২০১৮ ০৭:২০:১৮ | আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ ০৮:৪৪:৪৮  |  ১০৪৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। রাঙামাটির নানিয়ারচরে দূর্বৃত্তের গুলিতে নিহত মাইক্রোবাস চালক সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও খাগড়াছড়ির মহালছড়ি থেকে অপহৃত তিন যুবককে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। শনিবার সকালে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে।

সমাবেশ থেকে বক্তারা কাল রোববার থেকে খাগড়াছড়ি জেলায় ৭২ ঘন্টা হরতাল পালনের ডাক দেয়।  

এর আগে, মাইক্রো চালক সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে খাগড়াছড়ি শহরে মৌন মিছিল ও মানববন্ধন করে রেন্ট এ কার চালক ও মালিকরা। মানববন্ধন কর্মসূচি থেকে আগামী সোমবার খাগড়াছড়ি জেলার সকল চালক কর্মবিরতি পালনের কর্মসূচি দেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions