শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে পালিত হচ্ছে মহান মে দিবস

প্রকাশঃ ০১ মে, ২০১৮ ০১:৩৬:৫৮ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০২:২৯:০৫  |  ৭০০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

টাউন হল মিলনায়তনে মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটে, আর বিএনপি ক্ষমতায় থাকলে কলকারখানা বন্ধ হয়। শ্রমিকদের কল্যাণে আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে দাবি করে ভবিষ্যতেও কাজ করার সুযোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

এসময় জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ^র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions