বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

রাস্তা নির্মান প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপুরনের টাকা বিতরণ

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০১৮ ০৪:৪৬:৪৯ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৬:৫২:০৫  |  ৯৩০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে পরিচালিত  পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় “বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা বাজার -মাইনীমুখ বাজার ভায়া বাবু পাড়া, বটতলা ও দক্ষিন সারোয়াতলী রাস্তা নির্মাণ প্রকল্পে” ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আজ ক্ষতিপুরণের টাকা বিতরন করেছে জেলা প্রশাসন।

রাস্তা নির্মান প্রকল্পে প্রায় ৬৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে আজ ১৪ পরিবারের মাঝে ৭৮ লক্ষ ৮৪ হাজার টাকা বিতরন করা হয়। বাকি পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে ক্ষতিপুরণের টাকার বিতরণ করা হবে।  জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ক্ষতিগ্রস্তদের মাঝে এই টাকা বিতরন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে কত কিলোমিটার সড়ক, কত টাকা বরাদ্দ, কতদিন সময় লাগবে কাজ করতে এবিষয়ে কোন তথ্য জানাতে পারেনি এডিবির রাঙামাটি অফিস।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions