শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে প্রথমবারের মত দুই দিনব্যাপী ব্যতিক্রম ধর্মী পাখির আলোক চিত্র প্রদর্শনী

পাহাড়ে প্রাণী বৈচিত্র্য রক্ষায় কাজ করার আহবান

প্রকাশঃ ৩০ মার্চ, ২০১৯ ০৮:২৭:৫২ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৭:৪৭:০৫  |  ১০১৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পাখির আবাস্থল ও অভ্যয়ারণ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে বিলুপ্ত প্রজাতির পাখির সাথে পরিচয় করিয়ে দিতে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী  পাখির আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ের  দুই তরুন আলোকচিত্রী প্রকৌশলী সবুজ চাকমা ও সাংবাদিক সমীর মল্লিক“ সেভ দ্যা বার্ডস অব হিল” শিরোনামে খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক এ প্রথমবারের মত প্রদর্শনীর আয়োজন করে।

শুক্রবার বিকেলে এ প্রদর্শনীর আনুষ্ঠানি কউদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। অনুষ্ঠানে বিশেষঅতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান,অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো: চাহেল তস্তরী,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া। উদ্বোধন শেষে অতিথিরা আলোকচিত্রগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে খাগড়াছড়িতে  বেড়াতে আসা পর্যটকসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন,বন হারিয়ে যাওয়ার কারণে পাখির আবাস্থল ও খাদ্য ধংস হয়ে যাওয়ায় পাহাড়ে অনেক প্রজাতির পাখি হারিয়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে পড়ছে। নিজে পাখি খাবো না, পাখি শিকার করতে দেব না এ শপথে উজ্জীবিত হয়ে সকলকে পাহাড়ের প্রাণী বৈচিত্র রক্ষায় কাজ করার আহবান জানানো হয়। প্রর্দশনীটি আজ শনিবার সন্ধ্যায় শেষ হবে।

ব্যতিক্রম এ প্রদর্শনীতে পাহাড়ের দুই তরুন আলোকচিত্রী প্রকৌশলী সবুজ চাকমা ও সাংবাদিক সমীর মল্লিক’র তোলা ৪২টি আলোকচিত্র স্থান পেয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions