বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
অবিলম্বে কলেজ অংশের বেতনভাতা প্রদানের দাবী কলেজে তালা: শ্রেনী কার্যক্রম বন্ধ

পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষের দূর্নীতি ও অনিয়মের তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২৪ মার্চ, ২০১৯ ০৬:৩৭:৩৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:০৭:০০  |  ২৩০৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার দূর্নীতি ও অনিয়মের তদন্ত এবং অবিলম্বে তাদের কলেজ অংশের বেতনভাতা প্রদানের দাবী জানিয়েছেন শিক্ষক ও কর্মচারীরা। তারা আজ রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবী জানানো হয়।

এসময় শিক্ষকরা অভিযোগ করেছেন, অধ্যক্ষ সমীর দত্ত চাকমা কলেজটিকে তার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করে রেখেছেন। কলেজটি সরকারি হওয়া সত্বেও তিনি এখনো বেসরকারি নিয়মে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন, বিভিন্ন পরীক্ষার ফি বাবদ লাখ লাখ টাকা আদায় করলেও কোন ধরণের রশিদ দিচ্ছেন না। কেবল ফরম ফিলাপ বাবদই ৭০ লাখ টাকা আদায় করা হলেও  তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্বসাৎ করেছেন।

এদিকে কলেজ অধ্যক্ষের বিচার ,বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবীতে শনিবার থেকে কলেজে তালা দিয়ে রেখেছেন ক্ষুব্দ শিক্ষক কর্মচারিরা। ফলে  প্রথম বর্ষের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সত্যজিৎ চৌধুরী, শিবু নারায়ন পাল, নজরুল ইসলাম, শ্যামলী চাকমা, রতœ কুসুম চাকমা, পাই¤্রাসং মারমা।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions