মঙ্গলবার | ১৬ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালন

প্রকাশঃ ১৭ মার্চ, ২০১৯ ০৯:৩৮:৫৫ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৭:০৭:০৬  |  ৮১৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষ্যে রোববার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেয়।  র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে  জন্মদিনের কেক কাটা হয়।

পরে টাউন হল প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: চাহেল তস্তরী, পৌর মেয়র মো: রফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  রইস উদ্দিন প্রমুখ।

 আলোচনা সভা শেষে দিনটি উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions