শনিবার | ১৮ মে, ২০২৪

ইভটিজিংয়ের দায়ে দুই কিশোরের দন্ড

প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০১৮ ১০:৪২:২৩ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ১২:০৯:১১  |  ৭৫৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ইভটিজিংয়ের দায়ে দুই কিশোরকে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর ইভটিজিং করতে গিয়ে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংগলœ গলিতে ভ্রাম্যমান আদালতের কাছে হাতেনাতে ধরা পড়ে ওই দুই কিশোর। তারা হলো- তামিম ইকবাল, পিতা- আবু তাহের ও রফিকুল ইসলাম, পিতা- সালামত উল্লাহ। স্থানীয় একটি হোটেলে কর্মরত ওই দুই কিশোরের বাড়ি কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নে।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে উভয়কেই এক হাজার টাকা করে জরিমানা করে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়। এদিকে এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিন বলেন ,ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি রোধ করতে সকলকে এগিয়ে আসতে হবে। আগামিতে এ ধরনের অভিযান আরো পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions