শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে মুল জেএসএস নেতা গুলিবিদ্ধ (ভিডিওসহ)

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০১৯ ০৪:২২:০০ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৭:৪৬:২৬  |  ৬৬৬২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ধীমান চাকমা নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের এক নেতা গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকছড়ি বাজারের আকাশপুরী এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধীমান চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে ৩ জন দুর্বৃত্ত ধীমান চাকমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

জেএসএস কেন্দ্রীয় কমিটির স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা এ ঘটনার জন্য জনসংহতি সমিতির অপর অংশ এমএন লারমা গ্রুপকে দায়ী করছে।

মানিকছড়ি থানার ওসি আব্দুর রশিদ ঘটনা নিশ্চিত করে জানান, গুরুত্বর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলায় কোণঠাসা অবস্থায় রয়েছে জেএসএস সন্তু গ্রুপের নেতাকর্মীরা।
 
খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions