শনিবার | ১৮ মে, ২০২৪

রাজস্থলীতে পাহাড় ধব্বস সর্ম্পকে সচেনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০১৮ ০৩:১২:২২ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ১০:২৪:৪৩  |  ৫৩২
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রশাসনের উদ্যোগে পাহাড় ধস সর্ম্পকে সচেনতা বৃদ্ধি ও আগাম সর্তকতামূলক কার্যক্রম সংক্রান্ত উপলক্ষে গত ২৩শে এপ্রিল সকাল ১১ঘটিকার সময় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি রাজস্থলী বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে উপজেলায় গণমিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সাইউ মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ এস.এম মাহবুবুল আলম সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions