শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

রোয়াংছড়ি থেকে রুমা পর্যন্ত পল্লী সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পার্বত্য মন্ত্রী

প্রকাশঃ ০১ ফেব্রুয়ারী, ২০১৯ ১১:০০:২৮ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৯:৪৯:৫২  |  ১২১৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, রোয়াংছড়ি থেকে রুমা পর্যন্ত পল্লী সড়কটি নির্মিত হলে পর্যটন সম্ভাবনাময় রুমা ও রোয়াংছড়ি উপজেলার সাথে একটি সেতু বন্ধন রচিত হবে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হলে প্রতিটি এলাকার মানুষের আত্মসামাজিক উন্নয়ন ঘটবে। পর্যটন শিল্প এবং দুইটি উপজেলায় বসবাসরত পাহাড়ী বাঙ্গালী সকলের আত্মসামাজিক উন্নয়ন সাধিত হবে।

মন্ত্রী বলেন, রুমা-রোয়াংছড়ি সড়কটি নির্মাণ হয়ে গেলে অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হতে পারেন। কারণ উৎপাদিত পণ্যগুলো ক্রয়-বিক্রয় করতে সুবিধা হবে। কৃষকরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারবে। শুধু তা নয় নিজ ঘরে থেকে রোয়াংছড়ি উপজেলা বাসী উচ্চ শিক্ষা সুবিধা যাতে পায়। সে দিকে লক্ষে রেখে স্কুল ও কলেজ স্থাপন করে দিয়েছে সরকার। চলতি মাসে বান্দরবান বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করা হবে।

এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন,বান্দরবান জেলা সদর থেকে প্রতিটা উপজেলা সদরে যাওয়ার রাস্তা ইতোমধ্যে অনেকাংশ সমাপ্ত হয়েছে। এখন একটি উপজেলার সাথে অন্য আরেকটি উপজেলার সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রতিটা এলাকার মানুষের আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মন্তব্যে করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর থেকে রুমা উপজেলা পর্যন্ত পল্লী সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪৭ কোটি ৯০ লক্ষ টাকা ব্যায়ে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে রুমা উপজেলা পর্যন্ত ২২ কিঃমিঃ দৈর্ঘ্য পল্লী সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রোয়াংছড়ি কেন্দ্রীয় তেজবন বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। রোয়াংছড়ি কেন্দ্রীয় তেজবন বৌদ্ধ বিহারে তিনি পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে কৌশল কর্ম সম্পাদন করেন।

এসময় পার্বত্য মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লা প্রু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগ নেতা হ্লাথোয়াইহ্রী মারমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য ¤্রাসা খেয়াং, সদস্য তিংতিং ম্যা মারমা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, সাধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গ্যা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ^নাথ তঞ্চঙ্গ্যা, সমাজ সেবক চহাইমং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা,নোয়াপতং ্্ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম, তদন্ত ওসি মো: রফিকুল ইসলাম সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions