শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

মুল জেএসএসের ডাকে বাঘাইছড়িতে অনির্দিষ্টকালের জন্য বাজার বয়কট পালিত হচ্ছে

প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০১৯ ১২:৩০:৫৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৭:১৭:২৭  |  ১০৩১
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস (সংস্কার) এর কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় জেএসএস (সন্তু)’র নেতৃত্বাধীন জেএসএস নেতাকর্মীদের আসামী করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে অনির্দিষ্টকালের হাট-বাজার বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। বাজার বয়কটের পাহাড়ী বিক্রেতা ক্রেতা বাঙালী অধ্যুষিত বাজারে আসছে না।

গতকাল  বুধবার হাট বাজারের দিন বাঘাইছড়িতে জেএসএস ( সন্তু) দলের পূর্ব ঘোষিত উপজেলা আওতাধীন সকল হাট-বাজার পাহাড়িদের জন্য অনির্দিষ্টকালের বর্জন ঘোষণার ১৫তম দিন। বাঘাইছড়ি উপজেলা সদরে বাজারের দিন থাকা সত্ত্বেও বাজারে দোকান পাট খোলা থাকলেও কোন পাহাড়িদের উপস্থিতি ছিল না।

এদিকে, বাঘাইছড়ি উপজেলা সদর হতে ২কিঃমিঃ উওর দিকে বারবিন্দু ঘাটে মুল দল জেএসএস  নতুন বাজার বসানো হয়েছে, সেখানে স্থানীয় পাহাড়িরা কেনা বেচা করছেন বলে জানা যায়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions