শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০১৯ ০৭:৫৪:০৯ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০২:১৯:০৫  |  ১০৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। নাশকতার মামলায় বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা তোফাইল আহমেদ’কে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সরকারী বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ন স্থাপনা সমূহে নাশকতা মূলক কর্মকান্ড করে রাষ্ট্রকে অকার্যকর করার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে নাইক্ষ্যংছড়ি থানায় ২/১১/১৮ তারিখের দায়ের করা নাশকতা মামলায় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা তোফাইল আহমেদ বান্দরবানের দায়রা জজ হ্লা মং এর আদালতে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন।

এসময় আদালত নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমেদ’কে জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামী পক্ষের আইনজীবি ছিলেন সামশুল আলম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলে মো: জয়নাল আবেদীন।  

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions