শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০১৯ ০৭:৩৮:৩৭ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৬:৩০:১৩  |  ৯২৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামী ০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা কমিটির এক প্রস্তুতিসভা মঙ্গলবার (২২জানুয়ারি) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। এ সময় রাঙামাটি জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এডিপিও মোঃ রবিউল হোসেন, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ নুরুল আবছার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, ব্র্যাক প্রতিনিধি সমীর কুমার কুন্ড’সহ তথ্য অফিসের প্রতিনিধি, বেসরকারি লাইব্রেরী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আগামী ০৫ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষ্যে সকালে শহরের নিউ মার্কেট সম্মুখ হতে র‌্যালি ও জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সভায় সিন্ধান্ত গৃহীত হয়।

দিবসটি সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনে জেলা ও পুলিশ প্রশাসন, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী লাইব্রেরীর প্রতিনিধি’সহ সকলের সহযোগিতা কামনা করেন উদযাপন কমিটি।

দিবসটির এবারের প্রতিপাদ্য “গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত বাংলাদেশ গড়ি”।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions