শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রামগড় স্থল বন্দর পাহাড়ের অর্থনীতির চিত্র পাল্টে দিবে: নৌ পরিবহন মন্ত্রী

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০১৮ ১১:০২:২১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:৪২:০৭  |  ১০২৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে ভারত-বাংলাদেশ স্থল বন্দর নির্মাণের পর পাহাড়ে অর্থনীতির চিত্র পাল্টে যাবে। দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। শনিবার দুপুরে খাগড়াছড়ির রামগড়-ভারত মৈত্রী সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ-ভারত স্থল বন্দরের কাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। রামগড়ের স্থল বন্দর দুই দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র পাল্টা দিবে। ভারত সরকারের অর্থায়নে নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক ও অন্যান্য কাজ শুরু হবে বলেও জানান তিনি।

স্থল বন্দরের ভূমি ও সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরে রামগড় লেক পাড়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions