শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

“জীবন” এর উদ্যেগে রাঙামাটি হানাদার মুক্ত দিবস পালন

প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০১৮ ০৮:২৮:৫৬ | আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৪ ০১:০৮:২২  |  ৯৬৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায়  তৎকালিন কোর্ট বিল্ডিং (বর্তমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি ) শেখ ফজলুর হক মনির নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বি এল এফ) ও মেজর জেনারেল সুজন সিং উবান এর নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স (এস এস এফ) সদস্যদের উপস্থিতিতে হাজারো জনতার উল্লাস মূখর পরিবেশে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন (বি এল এফ) এর শামসুদ্দিন আহমেদ পিয়ার ও মনীষ দেওয়ান৷

আজ বিজয়ের ৪৭ বছর পর আবোরো ঠিক সে ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হলো৷ সকাল ৯টা ৩০ মিনিটে পার্বত্য অঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক "জীবন" এর উদ্যোগে “রাঙামাটি মুক্ত দিবস” শীর্ষক কর্মসূচী বাস্তবায়ন করা হয়৷ কর্মসূচীর অংশ হিসেবে সকালে কর্নেল (অবসরপ্রাপ্ত) মনীষ দেওয়ান এর নেতৃত্বে "জীবন" এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) এর সঞ্চালনায় , "জীবন" এর সদস্য তাহমিনা ইয়াসমিন ও পলি ত্রিপুরার সাথে সমবেত কন্ঠে রাঙামাটি সেক্টর কমান্ডারস ফোরাম এর উপস্থিতিতে জাতীয় সঙ্গীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷
এরপর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মনীষ দেওয়ান, রবার্ট রোনাল্ড পিন্টু ও সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷ বিগত বছরের ন্যায় এবারো সংগঠনটি আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করেছে৷
সংগঠনের সহ-সভাপতি মোঃ ইউনুছ সুমন জানান, “আমরা তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা ও তাদের মাঝে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে নানামুখী আয়োজন করে যাচ্ছি৷ তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী একটি স্বেচ্ছাসেবী সংগঠন "জীবন" এবং আমরাই এই আয়োজন করার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি৷”

“রাঙামাটি মুক্ত দিবস” এর সমন্বয়ক মোবারক হোসেন রানা বলেন, “আমরা এই বিজয়ের মাসে নতুন করে বিজয়গাঁথা রচনা করতে চাই৷ আমরা চাই প্রতিটি নাগরিক আমাদের দেশের জন্য যে ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের যে গৌরবময় ইতিহাস তা জানুক৷”

আয়োজনের প্রধান অতিথি কর্নেল (অবসরপ্রাপ্ত) মনীষ দেওয়ান  বলেন, “আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মুক্তিযোদ্ধা৷ আমার নতুন পরিচয় আমি এমন একটি দেশের নাগরিক যে দেশে এখনো তরুণেরা মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মনে লালন  করে৷ আমি "জীবন" এর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই এই স্মরণীয় ঘটনাটির যথাযথ মর্যাদা রেখে ধারাবাহিকতা ধরে রাখার জন্য৷”

"জীবন" এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) বলেন, “আমরা বিগত দুই বছর ধরে ধারাবাহিকভাবে রাঙামাটি মুক্ত দিবস যথাযথ মর্যাদায় পালন করছি৷ আমরা প্রশাসনের কাছে দাবী রেখেছিলাম যেন কোর্ট বিল্ডিং (বর্তমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি ) এর যে স্থানে আজকের আয়োজন এই স্থানটি সংরক্ষণ করা হয়৷ তবে আমরা তেমন কোন উদ্যোগ লক্ষ্য করিনি৷ আমরা চাই এই স্থানটি সংরক্ষণ করে এখানে একটি ফলক স্থাপন করা হোক আজকের দিনটির স্মরণে৷”

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions