শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
দীঘিনালায় সুধী সমাজের মতবিনিময় সভা বক্তারা

পাহাড়ি জনগণের অস্তিত্ব রক্ষার্থে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০১৮ ১০:৫২:২০ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ০৯:২৬:০৭  |  ১২৩৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। দীঘিনালা উপজেলার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এই সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে এবং দুপুর পর্যন্ত একটি বিশেষ আঞ্চলিক দলের পরিচয়ে বিভিন্ন ব্যক্তি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করারও অভিযোগ পাওয়া গেছে। তবে শেষতক দীঘিনালা উজেলার সব শ্রেণী-পেশার গুরুত্বপূর্ন ব্যক্তিরা সমাবেশে যোগ দিয়ে নৌকা’র প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা উপজেলা রিষদেরর ভাইস-চয়ারম্যান সুসময় চাকমা, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রসাইঞো চৌধুরী, দীঘিনালা সরকারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান শাক্যমনি চাকমা, দীঘিনালা উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমাব্রত চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, ভারত প্রত্যাগত শরনার্থী কল্যাণ সমিতির নেতা আনন্দ মোহন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, দীঘিনালা উপজেলা উচ্চ বিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধি উষা আলো চাকমা, চোংড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত চাকমা প্রমূখ।
এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি বাসন্তী চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সা: সম্পাদক শাহিনা আক্তার, জেলা আওয়ামীলীগ-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সত্যজিত চৌধুরী,  মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ নভাপতি অধ্যাপক নীলোৎপল খীসা, এড. সুপাল চাকমা, উদালবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতরু চাকমা, সুগতপ্রিয় চাকমা, মতবিনিময় সভায় উপজেলার হেডম্যান কার্বারী ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘‘জাতি টিকে থাকার জন্য প্রধান বাহন তার ভাষা। সেই ভাষাকে স্বীকৃতি দিয়েছে বর্তমান আওয়ামীলীগ সরকার। আজ চাকমা ভাষাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সকল ভাষায় সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠ্যক্রমে অর্ন্তভুক্ত হয়েছে। অস্তিত্ব বিলীন হতে চাকমা ভাষাকে তুলে এনে ভাষার মর্যাদা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। অতীতের কোন সরকারই জুম্ম জনগনের কল্যানের
এসময় বক্তারা আরো বলেন, শান্তিচুক্তি স্বাক্ষরের পর আজ ২১ বছর যাবত ভারত প্রত্যাগত শরণার্থীরা বর্তমান সরকারের রেশনিং সুবিধা পেয়ে আসছে। তাই আমাদের এখুনি ভাবতে হবে! সিদ্ধান্ত নিতে হবে! কোন সরকার আমাদের জুম্ম জনগনের জন্য মঙ্গল হবে? তাই জুম্ম জাতির অস্তীত্ব রক্ষার্থে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে  বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions