শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

গত দশ বছরে আওয়ামীলীগ সরকার যে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে

প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০১৮ ০১:৪৩:৩৪ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:২৬:৪৯  |  ১৯২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রত্যেক সরকারই মনে করে, তার সময়ে দেশে যত উন্নয়ন হয়, আর কোনো সরকারের আমলে হয় না। বর্তমান সরকারের সময়েও প্রতিদিন এ কথা বলা হচ্ছে। উন্নয়ন নিয়ে এ সরকার এতটাই আত্মতুষ্টিতে ভুগছে যে, অতীতের কোনো সরকার যেন এর ধারে-কাছেও যেতে পারেনি। এ সরকারের প্রায় দশ বছরের শাসনামলে পার্বত্য অঞ্চল রাঙামাটিতে যেসব উন্নয়ন হয়েছে তা যেন নজীরবিহীন। তাই সরকার উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে ছোট-বড় জনসভা করে আওয়ামীলীগকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনার জন্য বারবার আহ্বান জানাচ্ছে নেতারা। সভায় আগতদের ওয়াদা করিয়ে ভোট নিশ্চিত করা হচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী, তার চলমান দুই মেয়াদে পাহাড়ে যে ইতিহাস সৃষ্টি করা উন্নয়ন হয়েছে, তাতে তাকে পুনরায় ভোট না দেয়ার কোনো কারণ থাকতে পারে না। ক্ষমতাসীন দলের নেতারা এমন আত্মবিশ্বাসী যে, তাদেরকে পুনরায় নির্বাচিত করা ছাড়া জনগণের সামনে যেন আর কোনো বিকল্প নেই।

তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চল রাঙামাটিতে গত ১০ বছরে কিংবা দুই মেয়াদে আওয়ামীলীগ সরকারের যেসব মেগা প্রকল্প বাস্তবায়িত ও বিভিন্ন উন্নয়ন হয়েছে। যার উন্নয়ন কর্মকান্ডে ব্যয়কৃত অর্থের পরিমাণ ৯৫০ কোটি ২৫ লক্ষ টাকা। এসব টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মধ্যে মেগা প্রকল্প ১৩টি প্রকল্পের কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে ও কিছু চলমান রয়েছে। সমাপ্ত প্রকল্পসমূহের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের সাফল্য ও অর্জন নিম্নরূপ:

১)    বঙ্গবন্ধু ভাস্কর্য- ১১ কোটি টাকা।
২)    নানিয়ারচর চেঙ্গী ব্রিজ (সেতু) - ১৫৭ কোটি টাকা(চলমান)।
৩)    রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ-৮ কোটি টাকা।
৪)    শহীদ আব্দুল আলী একাডেমীর ভবন নির্মাণ-৫ কোটি টাকা।
৫)    রাঙামাটি ৫নং ওয়ার্ডের আসামবস্তি এলাকার পুরানপাড়া সেতু ও ব্রাহ্মণটিলা সেতু-২০ কোটি টাকা।
৬)    রাঙামাটি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দ-৯২ কোটি টাকা।
৭)    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দ- ৫০০ কোটি টাকা।
৮)    রাঙামাতে নবনির্মিত গণপূর্ত ভবন নির্মাণ- ৫ কোটি ৭৫ লক্ষ টাকা।
৯)    লংগদু আনসার ব্যাটালিয়ান দপ্তর নির্মাণ- ১৫ কোটি ২০ লক্ষ টাকা ।
১০)     পুলিশ হাসপাতাল ভবন নির্মাণ- ৪ কোটি ৫০ লক্ষ টাকা।
১১)     পুলিশের অস্ত্রাগার তৈরি- ৩ কোটি ২০ লক্ষ টাকা।
১২)     কাপ্তাই, সাজেক, কাউখালী ও নানিয়ারচর থানা ভবন নির্মাণ- ২৫ কোটি ৬০ লক্ষ টাকা।
১৩)     আদালত ভবন নির্মাণ-২৮ কোটি টাকা(চলমান) ।



এছাড়ও আরো অনেক ছোট-বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং চলমান রয়েছে।
আওয়ামীলীগ সরকার বরাবরের মতোই দিন বদলের ঘোষণা দিয়ে এইবারো সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছেন  এবং এই আওয়ামীলীগ সরকার একদিন দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবন্দের বিশ্বাস।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions