বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
বাঘাইছড়ি উপজেলায় আওয়ামী পেশাজীবি পরিষদের মতবিনিময় সভা

নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে : জাফর আলী খান

প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০১৮ ০১:০১:১২ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৮:৫২:৪১  |  ৯১৯
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)।  বাঘাইছড়ি উপজেলায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকার বিজয় সুনিশ্চিত করতে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী পেশাজীবি পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার  বিকালে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি উপজেলা আওয়ামী পেশাজীবি পরিষদের সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোঃ বাহার মাষ্টার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘাইছড়ি পৌর সভার মেয়র জাফর আলী খান।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী পেশাজীবি পরিষদের  সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জমির হোসেন,পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আতাউর রহমান প্রমূখ।

বাঘাইছড়ি পৌর সভার মেয়র ও প্রধান অতিথি’র বক্তব্য জাফর আলী খান বলেন,আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলা ২৯৯নং আসন সাবেক পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি দীপংকর তালুকদারকে  ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা  অব্যাহত রাখার জন্য নৌকার কোন বিকল্প নেই। পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) বিগত সময়ের ন্যায় ভোট কেন্দ্র দখল করে,অস্ত্রের  ভয় দেখিয়ে,নিরিহ মানুষের ভোটাধিকার হরন করতে পারে। তাই সকলে সজাক দৃষ্টি রাখতে হবে। ভয়কে জয় করে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে হবে।

এছাড়াও তিনি বলেন,আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ নং পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনে বাংলাদেশ  আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের নৌকা প্রতীকের পক্ষে বাঘাইছড়ি উপজেলায় আগামী  ১০ ডিসেম্বর  নির্বাচনী প্রচারনা করতে আসবেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions