শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

কাপ্তাইয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে কর্মশালা শুরু

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০১৮ ০১:৩২:৪৮ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৭:১৮:২৩  |  ১০০৩
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। ন্যাশনাল অফ পপুলেশন রিসার্চ এন্ড ট্রেইনিং (নিপোর্ট) এর আয়োজনে রোববার সকালে কাপ্তাইয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন,তিন পার্বত্য জেলা সহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলায় কর্মরত ২৫জন স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, এফ ডাব্লিউ এ, এইচ এ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো দিলদার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হোম ইকোনমিষ্ট শেখর কান্তি দেব, উপস্থিত ছিলেন, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রভাষক ডা মৌসুমী দে, স্থানীয় সাংবাদিক নূর হোসেন মামুন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions