শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে বিশ্ব এইডস দিবস পালন

প্রকাশঃ ০১ ডিসেম্বর, ২০১৮ ০৭:২৭:২০ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১২:২৪:৩৫  |  ১০৭৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। এইচআইভি পরীক্ষা করুন, নিজে জানুন এ শ্লোগানে সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক এর উদ্যোগে সকালে এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিন শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ডা: আশুতোষ চাকমা ও ডাক্তার জয়া চাকমা।
আলোচনা সভায় বক্তারা ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী,পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী,এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions