মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪
জেলা তথ্য অফিসের উদ্যোগে

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মহালছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০১৮ ১২:৫৩:০৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০২:২৮:৫২  |  ৯৮০
সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে  মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস আজ বৃহস্পতিবার  সমাবেশের আয়োজন করে।

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি  ছিলেন  মহালছড়ি উপজেলার ভাইস-চেয়ারম্যান কাকলী খীসা, মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজ মুকুট চাকমা। সমাবেশে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী ও সঞ্চালনা করেন রিপু খীসা।

মহিলা সমাবেশে এ প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ ও সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম প্রতিরোধ, সরকারের বৃহৎপ্রকল্পসমূহ, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার কার্যক্রম, ১০টি বিশেষ উদ্যোগ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং সরকারের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সফলতা সম্পর্কে অবহিত করা হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মহিলাগণ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions