বুধবার | ০৬ ডিসেম্বর, ২০২৩

মাটিরাঙায় ইউপিডিএফ-এর সাবেক কর্মীর লাশ উদ্ধার

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০১৮ ১০:৪৭:৩৯ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৩ ১২:২১:২৯  |  ১৩৫৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম হাতিমুড়া এলাকা থেকে নতুন কুমার ত্রিপুরা (৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টায় উপজেলার গোমতী ইউনিয়নের হাতিমুড়ার দুর্গম পাহাড়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একসময় পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
সূত্র জানায়, একই এলাকার মৃত পুর্ণ কুমার ত্রিপুরা’র ছেলে নতুন কুমার ত্রিপুরা গত ২ দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এলাকাবাসী পাহাড়ে জ¦ালানি কাঠ আনতে গেলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমরা লাশ উদ্ধারে ব্যস্ত আছি। পরে ঘটনার রহস্য জানার চেষ্টা করবো।
এলাকাবাসীর অভিযোগ, নতুন কুমার ত্রিপুরা একসময় আঞ্চলিক রাজনীতির সাথে জড়িত ছিলেন। হয়তো সে কারণে প্রতিপক্ষরা তাঁকে হত্যা করে থাকতে পারে।
তবে ইউপিডিএফ’র পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions