রামগড়ে দুইশতাধিক অসহায় পরিবারকে বিজিবির সহায়তা বান্দরবানে জেলা ছাত্রলীগের উদ্যেগে পৌর শহরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু লংগদুতে ইমাম সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এলজিইডির প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের দুর্গম দুমদুম্যা সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শনে সেনাপ্রধান
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম হাতিমুড়া এলাকা থেকে নতুন কুমার ত্রিপুরা (৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টায় উপজেলার গোমতী ইউনিয়নের হাতিমুড়ার দুর্গম পাহাড়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একসময় পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
সূত্র জানায়, একই এলাকার মৃত পুর্ণ কুমার ত্রিপুরা’র ছেলে নতুন কুমার ত্রিপুরা গত ২ দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এলাকাবাসী পাহাড়ে জ¦ালানি কাঠ আনতে গেলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমরা লাশ উদ্ধারে ব্যস্ত আছি। পরে ঘটনার রহস্য জানার চেষ্টা করবো।
এলাকাবাসীর অভিযোগ, নতুন কুমার ত্রিপুরা একসময় আঞ্চলিক রাজনীতির সাথে জড়িত ছিলেন। হয়তো সে কারণে প্রতিপক্ষরা তাঁকে হত্যা করে থাকতে পারে।
তবে ইউপিডিএফ’র পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।