পাহাড়ে সেনাদের ছেড়ে আসা ক্যাম্পে পুলিশ মোতায়েন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানে পালিটোল ভবণ নির্মাণ কাজের উদ্বোধন খাগড়াছড়িতে বেসরকারী ১৫ লাইব্রেরীকে বই প্রদান অস্ত্রবাজী, রক্ত ঝরানোর প্রতিযোগিতা কখনো শান্তি বয়ে আনতে পারে না : দীপংকর তালুকদার এমপি বান্দরবানে এলজিইডি’র বাস্তবায়নে ২৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান পৌরশাখার উদ্যোগে পৌরশাখার সভানেত্রী নীলিমা আক্তার নীলা ও সহ সভানেত্রী সালেহা বেগমকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বান্দরবান সদরের মেম্বার পাড়াস্থ বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান পৌরশাখার কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এছাড়া মানবাধিকার কমিশনের পৌরশাখার সহ সভাপতি মোমেন চৌধুরী, সহ সভানেত্রী রাহিমা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আক্তারসহ পৌর শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,পার্বত্য জেলা বান্দরবানে বিভিন্ন জনসাধারণের মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখা। জনসাধারণকে বিভিন্ন সেবামূলক কাজের স্বীকৃতি সরুপ পৌরশাখার সভানেত্রী নীলিমা আক্তার নীলাকে সম্প্রতি বাংলাদেশের শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী হিসেবে স্বর্ণ পদক প্রদান করা হয়েছে।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা সমাজের সকলের মৌলিক অধিকার রক্ষায় মানবাধিকার কমিশনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।