সরানো হচ্ছে পাহাড়ের জরাজীর্ণ ৯৭ সেতু, নির্মিত হবে ‘পিসি ও আরসিসি গার্ডার ব্রিজ’ খাগড়াছড়িতে ২৬৮ পরিবার পাচ্ছে ‘স্বপ্নের ঠিকানা’: জেলা প্রশাসক বান্দরবানে প্রথম দফায় ৩৩৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হচ্ছে রাঙামাটিতে ২৬৮টি ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার ক্ষুদ্র নৃগোষ্ঠি’র ভাষা ও সংস্কৃতি বিকাশে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে : মংসুইপ্রু চৌধুরী
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলার রাইখালী ইউপির নারানগিরির বড়পাড়া এলাকায় গত রবিবার বিকালে ভয়াবহ অগ্নিকান্ডে ৫৪টি ঘড় পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়া পরিবারগুলো বর্তমানে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মানবেতর জীবন যাপন করছেন।
মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের ২০কেজি চাউল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।
এসময় জেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা আ'লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, রাইখালী ইউনিয়ন আ'লীগ সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক মো. ইউসুপ কার্বারীসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।