রাঙামাটিতে এবার ৮১ হাজারের অধিক শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে মহালছড়িতে জেলেদের মাঝে ছাগল, খাদ্যসহ নানা উপকরণ বিতরণ রাঙামাটিতে ‘শেখ হাসিনাতেই আস্থা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত কাউখালীতে যুব ও কিশোরী মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মহালছড়ি থেকে গতকাল সোমবার তিন যুবক নিখোঁজ হওয়ার একদিন পর মাটিরাঙা থানায় সাধারণ ডায়েরী(জিডি) লিপিবদ্ধ হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় নিখোঁজ হওয়া সালাহউদ্দিনের বাবা খোরশেদ আলম মাটিরাঙা থানায় নিখোঁজের অভিযোগে সাধারণ ডায়েরী করেছেন বলে জানিয়েছেন মাটিরাঙা থানার অফিসার ইন-চার্জ(ওসি) সৈয়দ মো: আরিফ।
তিনি আরও জানান, সাধারণ ডায়েরীতে খোরশেদ আলম তার ছেলে সালাহউদ্দিন ও মহরম মিয়া ও বাহার আলী সোমবার কাঠ ক্রয়ের জন্য মহালছড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে বলে উল্লেখ করেন। বিষয়টি তদন্ত করে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে, নিখোঁজ তিন যুবকের দ্রুত সন্ধান বের করার দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় মাটিরাঙা বাজারে বিক্ষোভ করে স্থানীয় জনগণ। এসময় খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল বিঘিœত হয়।
নিখোঁজ তিন যুবকের সন্ধানের দাবিতে স্থানীয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে স্থানীয় কয়েকটি সংগঠন।
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মজিদ জানান, নিখোঁজ তিন যুবককে আগামী ২৪ ঘন্টার মধ্যে খুঁেজ বের করতে প্রশাসন ব্যর্থ হলে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।