রাঙামাটির অনুরুদ্ধ বন বিহারে আটাশ বুদ্ধ পুজা, বুদ্ধ মূর্তিদানসহ নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্সের নেতৃত্বে ওয়াদুদ-উসাং মং ও আলী বাবর রাঙামাটি পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী এডভোকেট মামুনুর রশীদ সাজেকে সড়ক দূর্ঘটনায় ৮জন আহত খাগড়াছড়িতে প্রার্থীদের অভিযোগ দিয়ে পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা রতন মিয়া,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এ দিনে মেহেরপুর জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে বাগোয়ান ইউনিয়নের বৈদ্যনাথতলায় ভবেরপাড়া গ্রামে গঠিত হয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। ‘স্বাধীন বাংলা বিপ্লবী সরকার’ হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধকালীন এ সরকারের দক্ষ নেতৃত্ব ও পরিচালনায় মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল বিজয়ের মধ্য দিয়ে জাতি লাভ করে স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের।