রাঙামাটি-চট্টগ্রাম-ঢাকা রুটে ২টি এভারগ্রীন বাসের শুভ উদ্বোধন খাগড়াছড়িতে ইন্জিনিয়ার আব্দুল মজিদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু পার্বত্য চুক্তিতে সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারা সংশোধনের দাবি পিসিসিপি'র পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন এপেক্স ক্লাব অব বান্দরবানের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। খাগড়াছড়ির সদর উপজেলার কমলছড়ি গ্রামের বাসিন্দা সূর্য বিকাশ চাকমা (৫২) নামে এক সমাজ কর্মী আজ সোমবার ১৬ এপ্রিল বিকাল ৪টার দিকে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন। সংস্কারপন্থী বলে চিহ্নিত জেএসএস-এর ৩ সশস্ত্র সন্ত্রাসী দয়াল চাকমার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে বাড়ির উঠোনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক সচিব চাকমা।
তিনি সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, পার্বত্য চট্টগ্রামে হানাহানিমুক্ত শান্ত পরিবেশ বজায় থাকুক, তা রাষ্ট্রের একটি ক্ষমতাশালী গোষ্ঠী চায় না। তারাই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। আঞ্চলিক রাজনৈতিক দলের লেভেল এঁটে দীর্ঘদিন যাবৎ নানা অপরাধী কর্মে তৎপর চিহ্নিত একটি চক্রকে নীলনক্সা মতো রাষ্ট্রের এ গোষ্ঠীটি বাগিয়ে নিয়েছে। তাদের পোষ্যপুত্রের মতো আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে। জনগণের আন্দোলন বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে এদের লেলিয়ে দিয়ে রাষ্ট্রের এ গোষ্ঠীটি পার্বত্য চট্টগ্রামে আবার নতুন করে খুনখারাবিতে মেতে ওঠেছে।