সাবেক ছাত্রলীগ নেতাকে ‘রাজনীতিমুক্ত’ প্রত্যয়ন দিয়ে আলোচনায় জামায়াত আমীর রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত, নেতৃত্বে সেতু-জনি জেলা প্রশাসককে বীর মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনা জেলা প্রশাসককে বদলিজনিত কারনে ফুলেল শুভেচ্ছা জানালো রাঙামাটি প্রেস ক্লাব লক্ষীছড়ির দুর্গম গ্রামে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। রাঙামাটির কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও নারী নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগের ওঠায় তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
গত শুক্রবার (১৮ নভেম্বর) সকালে কাউখালী প্রেস ক্লাবের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওমর ফারুক দৈনিক যুগান্তর, দৈনিক সাঙ্গু ও দৈনিক রাঙামাটি পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
ওমর ফারুকের বিরুদ্ধে তার স্ত্রী শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ তুলেছেন। এবং রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ১১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
কাউখালী প্রেস ক্লাব নের্তৃবৃন্দ মনে করেন- সাংবাদিকতার সন্মানজনক পেশাকে ওমর ফারুক দীর্ঘদিন যাবত কুলসিত করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর তাকে বিভিন্ন সময়ে মৌখিকভাবে সর্তক করা গেলেও তার অনৈতিক কর্মকান্ড থেমে থাকেনি। এতে পেশাদার সাংবাদিকদের সংগঠন কাউখালী প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা বিব্রতকর অবস্থায় পড়েন। যা সাংবাদিকতার মতো মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করে।
এমতাবস্থায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র বিরোধী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও নারী নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় সাংগঠনিক এই ব্যস্হা নেয়া হয়েছে।
ভবিষ্যতে ওমর ফারুকের কোন ধরণের অনৈতিক কর্মকান্ডে ভুক্তভোগীরা আইনী প্রতিকার পাওয়ার অধিকার রাখেন। ওমর ফারুকের অনৈতিক কর্মকান্ডের সাথে অন্য সাংবাদিকদের সম্পৃক্ত না করার জন্যও সকলকে সতর্ক দৃষ্টি রাখার এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগীতা করার আহবান জানিয়েছেন কাউখালী প্রেস ক্লাব নের্তৃবৃন্দ।
কাউখালী প্রেসক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব ও সাধারন সম্পাদক জিয়াউর রহমান জুয়েল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাননো হয়।