শুক্রবার | ০৬ ডিসেম্বর, ২০২৪

পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৬:০৭:৪৯ | আপডেটঃ ০৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৭:৫০  |  ৩৫০
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। সাফ জয়ী নারী ফুটবল দলের রাঙামাটির কাউখালীর বীর কন্যা ঋতুপর্নাকে সংবর্ধনা দিলো কাউখালী উপজেলা বিএনপি। 

বুধবার(২৭ নভেম্বর) বিকালে কাউখালী উপজেলার ঘাগড়ার মগাছড়ি তার নিজ এলাকা থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা শুরু করে শোভাযাত্রাটি  প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাগড়া ইউনিয়ন পরিষদ মিলোনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে  কৃতী  ফুটবলারকে ফুল দিয়ে বরন করা হয় এবং পরে সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।

এছাড়া এই ফুটবলার ছাড়াও তাদের কোচ বীর সেন চাকমা ও সুইহ্লামং মার্মাকেও সংবর্ধনা সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়েছে।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,সাধারন সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার,সহ-সভাপতি আবুল কালাম,অর্জুন মনি চাকমা,মিন্টু দে,যুব মহিলা দলের নেত্রী বর্ণা চাকমা,শাহেনা আক্তার, কাউখালী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ তুহীন, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর,সাধারন সম্পাদক মোঃ জয়নাল, ছাত্রদলের আহ্বায়ক মোঃ তারেক, সদস্য সচিব জাহেদুল ইসলাম, সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ঋতুপর্ণার পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন এবং আওয়ামী লীগ সরকার থাকার সময় তাদের যে সমস্ত সমস্যা ও অসুবিধা সমাধান করতে পারে নাই সেগুলো বিএনপি করে দিবে বলে আশা ব্যক্ত করেন। ইতিমধ্যে একটি গভীর নলকূপ বসানোর জন্য ব্যবস্থা করেছেন ও দ্রুত জেলা পরিষদের সাথে কথা বলে ঘরটি করার কথা হয়েছে বলেও জানান বক্তারা।

গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর কন্যারা। এর আগেও ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। 


পাহাড়ের মেয়ে ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions