শুক্রবার | ০৬ ডিসেম্বর, ২০২৪

সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী মনিকাকে সেনাবাহিনীর সংবর্ধনা

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২৪ ০৭:২৪:৩৩ | আপডেটঃ ০৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৮:৫৩  |  ৩৯৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের  কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা প্রদান করেছে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোন। বুধবার বিকেলে লক্ষ্মীছড়ি জোন সদর দফতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনিকা চাকমাকে ফুলেল শুভেচ্ছা, প্রীতি উপহারসহ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম। এ সময় লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ ও মনিকা চাকমার বাবা বিন্দু চাকমা সহ স্বজনরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন মনিকা ও তাঁর পরিবার।

ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম থেকে আরও উদীয়মান খেলোয়াড় বের করে আনতে ক্রীড়াঙ্গনের প্রতি পৃষ্টপোষকতা থাকবে বলে জানায় সেনাবাহিনী।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions