সাবেক ছাত্রলীগ নেতাকে ‘রাজনীতিমুক্ত’ প্রত্যয়ন দিয়ে আলোচনায় জামায়াত আমীর রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত, নেতৃত্বে সেতু-জনি জেলা প্রশাসককে বীর মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনা জেলা প্রশাসককে বদলিজনিত কারনে ফুলেল শুভেচ্ছা জানালো রাঙামাটি প্রেস ক্লাব লক্ষীছড়ির দুর্গম গ্রামে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ আওয়ামীলীগের ৩ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর থানাসহ বিভিন্ন থানার মামলায় দিদারুল আলমসহ অন্যান্যদের খাগড়াছড়ি জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের আদালতে হাজির করে পুলিশ। এ সময় শুনানী শেষে বিচারক গ্রেফতারকৃত ৩ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, দিদারুল আলমের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী খাগড়াছড়ি সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় হামলা, ভাংচুর ও হত্যাকাণ্ডের মামলা হয়। এর আগেও তার নামে একাধিক মামলা ছিল। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর পালিয়ে চট্টগ্রাম চলে যান।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের খুলশী থানার সহযোগীতায় গতকাল (১৩ নভেম্বর) বুধবার বিকেল ৩ টার দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রামগড় পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু দত্ত ও মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, বিভিন্ন মামলায় ৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানী শেষে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। খাগড়াছড়ি সদর থানা সহ জেলার অন্যান্য থানায় দিদারুল আলমের বিরুদ্ধে ৪০ টি মামলা রয়েছে। এর মধ্যে ২০ টি মামলা তদন্তাধীন।