সাবেক ছাত্রলীগ নেতাকে ‘রাজনীতিমুক্ত’ প্রত্যয়ন দিয়ে আলোচনায় জামায়াত আমীর রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত, নেতৃত্বে সেতু-জনি জেলা প্রশাসককে বীর মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনা জেলা প্রশাসককে বদলিজনিত কারনে ফুলেল শুভেচ্ছা জানালো রাঙামাটি প্রেস ক্লাব লক্ষীছড়ির দুর্গম গ্রামে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ফ্যাসিস্ট হাসিনা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা অভিযোগে যেসব মৃত্যুদণ্ড এবং জুডিসিয়াল কিলিং সংগঠিত করেছে তার বিচার বাংলার মাটিতে করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্ল্যাহ।
শনিবার বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যে আওয়ামীলীগ জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল সে আওয়ামীলীগ আজ দেউলিয়া জানিয়ে বক্তারা বলেন, বাংলার মাটিতে আর কোন স্বৈরশাসক শাসন করতে পারবে না। ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগীতাও কামনা করেন।
মাটিরাঙা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যক্ষ মো. আমিরুজ্জামান ও খাগড়াছড়ি শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।