শুক্রবার | ০৬ ডিসেম্বর, ২০২৪

দেশীয় অস্ত্র গোলাবারুদসহ ৪জনকে আটক করেছে সেনাবাহিনী

প্রকাশঃ ০৯ নভেম্বর, ২০২৪ ০৩:১৬:২৫ | আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩:১৮  |  ৫৭৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চট্টগ্রামের পুর্ব রাউজান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড এ্যানিমেশনসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

জানা গেছে, গতকাল শুক্রবার (৮নভেম্বর) পুর্ব রাউজানের একটি বাড়ীতে অবৈধ অস্ত্র রয়েছে এমন  গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির রাবার বাগান আর্মি ক্যাম্প হতে মেজর ইমরান আল জিহাদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল জনৈক ইউসুফ নামের একজন বাড়ীতে অভিযান চালায় সেখান থেকে একটি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড এ্যানিমেশন উদ্ধার করা হয়। ইউসুফ দেয়া তথ্যের ভিত্তিতে আরো ৩জনকে আটক করা হয়। তারা জানায় ৫ আগষ্ট আওয়ামীলীঘ সরকার পতনের পর একজন আওয়ামীলীগের নেতা তার বাসায় এসব অস্ত্র রেখে যায়।

আটককৃতরা হলেন ১) ইউসুফ ইসলাম (৩৫) ২) মনসুর (৫০) ৩) হেলাল উদ্দিন (৩৮) এবং ৪) আলাউদ্দিন (৩৯)। তাদের সকলের বাড়ী রাউজানে। আটককৃতদের চট্টগ্রাম রাউজান থানার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এসময় রাঙামাটি জোনের দায়িত্বপুর্ণ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এধরনের অভিযান অব্যাহত থাকবে। 


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions