শুক্রবার | ০৬ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘ ১ মাস পর সাজেক ও খাগড়াছড়ি পর্যটকে মুখরিত

প্রকাশঃ ০৫ নভেম্বর, ২০২৪ ০২:১৮:৫৭ | আপডেটঃ ০৬ ডিসেম্বর, ২০২৪ ১১:৩২:৪৬  |  ৩৬২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। দীর্ঘ মাসের বেশী সময়ের স্থবিরতা কাটিয়ে আজ থেকে পর্যটকদের ভ্রমণে আজ থেকে খোলা হয়েছে খাগড়াছড়ি সাজেকের পর্যটন কেন্দ্র গুলো। প্রথমদিনে সাজেক যেতে খাগড়াছড়ি শহরের কাউন্টার এলাকা পর্যটকদের উপস্থিতিতে মুখরিত। 

 

গেল অক্টোবর থেকে পর্যটকদের খাগড়াছড়িতে ভ্রমণে বিরত থাকার পর আজ আবার চালু হওয়ায় খুশি ঘুরতে আসা পর্যটকরা। প্রকৃতির সান্নিধ্য উপভোগে অনেকে এসেছেন বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে শুক্রবার শনিবারের জন্য আগাম বুকিং হচ্ছে সাজেক খাগড়াছড়ির হোটেল, কটেজ গুলো। 

 

সাজেকের পাশাপাশি খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণাসহ জেলার পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের পদাচরণায় মুখর হবে বলে আশাবাদী খাতের সাথে সম্পৃক্তরা। 

 

বগুড়া থেকে ঘুরতে আসা পর্যটক রানা বলেন, বাইকে করে সাজেকে আসার শখ ছিল অনেক দিন ধরে। আজ সুযোগ হয়েছে, আমরা বন্ধুরা খুব খুশি। আশা করা ভালো ভাবে ঘুরে আসতে পারব। 

 

সাজেক পরিবহন কাউন্টারের লাইনম্যান আরিফ খান বলেন, দীর্ঘ দেড় মাস পর আজ থেকে স্বাভাবিক রুটেশনে সাজেক সড়কে পরিবহন চলাচল করছে। প্রথম দিনে ২৫ টির মতো পিকআপ জীপ সাজেকের উদ্দেশে গেছে। 

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, পর্যটকরা যেন নিরাপদে সাজেকসহ জেলায় ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আশা করি আসন্ন পর্যটন মৌসুমে খাগড়াছড়ি জেলায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে।

 

 প্রসঙ্গত, সেপ্টেম্বর অক্টোবর মাসে খাগড়াছড়ি রাঙামাটিতে সহিংস ঘটনার জেরে পর্যটকদের পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানায় স্থানীয় প্রশাসন। 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions