শুক্রবার | ০৬ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে নবীন সেনাদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশঃ ০৪ নভেম্বর, ২০২৪ ০১:৫১:০৫ | আপডেটঃ ০৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:১১:৪৬  |  ৩৬৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। 

 

নবীন সৈনিকদের উদ্দেশে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি বলেন, মৌলিক প্রশিক্ষণ শেষে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার যে শপথ গ্রহণ করেছেন তা জীবনের বিনিময়ে পালন করতে হবে। দেশপ্রেম, শৃঙ্খলাবোধ   অধ্যবসায়ী সৈনিক জীবনকে দায়িত্বশীলতায় অটুট রাখে।

 

মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৮ জন নবীন সৈনিক শপথ গ্রহণ কুচকাওয়াজে অংশ নেন। প্রশিক্ষণের বিভিন্ন স্তরে নৈপুণতার কারণে নবীন সৈনিককে সম্মাননা প্রদান করা হয়। 

 

অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান সহ সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions