বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা নাগরিক আটক বান্দরবান জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা ১৩ নভেম্বর বান্দরবানে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা আর জনসভা কাপ্তাই লেকের সঙ্গে এখানকার মানুষের জীবন-জীবিকা জড়িত : সুপ্রদীপ চাকমা এমএন লারমাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে : ঊষাতন তালুকদার
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাঘাইছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে একত্রিত হয়েছে বিএনপি পরিবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাঘাইছড়ি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক মামুন ও পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ৫ আগষ্ট সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করি। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়।
দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দু:শাসনের মধ্যে বাঘাইছড়ি বিএনপি পরিবার কোন বড় অনুষ্ঠান করতে পারেনি ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাঘাইছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে একত্রিত হয়েছে বিএনপি পরিবার। পূর্বে আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের কারণে কোন প্রোগ্রাম করতে পারিনি। আমাদের বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে নানান ভাবে হয়রানি করে। কিন্তু সেই তুলনায় তাদের আমাদের ভাইয়েরা কিছুই করে নাই।
বক্তারা আরো বলেন, এখন থেকে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি করতে হবে, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশনা দেন। এছাড়াও আরো বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক অত্যাচার, নির্যাতন নিপীড়নের মাঝেও আমরা লড়াই করে গিয়েছি, ধৈর্য্যের পরীক্ষা দিয়েছি, সামনে ভালো কিছুর জন্য আমাদের আরো ধৈর্য্য ধারণ করতে হবে। অতীতে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই, তবে এবার সবাই আনন্দ ও খুশি মনে সবাই ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা বিএনপির সহ সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।