বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা নাগরিক আটক বান্দরবান জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা ১৩ নভেম্বর বান্দরবানে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা আর জনসভা কাপ্তাই লেকের সঙ্গে এখানকার মানুষের জীবন-জীবিকা জড়িত : সুপ্রদীপ চাকমা এমএন লারমাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে : ঊষাতন তালুকদার
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলা শাখার ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে রাঙামাটি জেলা শাখা।
শনিবার ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহবায়ক ওয়াহিদুজ্জামান রোমান ও সদস্য সচিব হাসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে মো. ফরহাদ সরকারকে আহবায়ক এবং আকিম উদ্দিন সাগরকে সদস্য সচিব করে আগামী ৩ মাসের জন্য ৫৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন গণি, মহিদুল ইসলাম, খলিলুর রহমান, তাইজুল, মিজানুর রহমান ও সেলিম। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মাহাবুব, মনির, মো. সাকিল, কামরুল ইসলাম, নুর মুর্শিদ, শামীম হোসেন ও মোহাম্মদ নেওয়াজ। সদস্য হয়েছেন মো. শাহা জালাল, মো. ইব্রাহিম, মো. মারুফ, মো. হালিম, মো. সবুজ, মঈনুল, মেহেদী হাসান, মো. বেলাল, ইউসুফ, নজরুল ইসলাম, মো. সুজন, মো. রাসেল আহমেদ, মো. হাসান, মো. শাহাদাত, মো. খোরশেদ, নুর আলম, মাসুম, মো. আনোয়ার, মো. আরিফ, আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, হৃদয় আলম, নেছার উদ্দিন, রাকিব হোসেন, সাইফুল ইসলাম, আজিজুল ইসলাম, মো. সোহেল, রবিউল ইসলাম, মাহিম, মো. সজিব, আল আমিন, মোহাম্মদ মামুন, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম, রিয়াজ আহমেদ, খালেক মিয়া ও মনির হোসেন।
বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়।