নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় বান্দরবানে চলছে মহাসপ্তমী পূজা
প্রকাশঃ ১০ অক্টোবর, ২০২৪ ০৩:০১:৪৭
| আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ ১০:৩৯:৪৩
|
১৭৬
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব চলছে দেশজুড়ে, আজ বৃহস্পতিবার মহাসপ্তমী পূজা। মহাসপ্তমী পূজা উপলক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানে সকালে বিভিন্ন পূজামন্ডপে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের সনাতনী শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হয়। এ ছাড়া চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করে। মহাসপ্তমী উদযাপনের মধ্য দিয়েই উৎসবের জোয়ার নেমেছে পূজায়। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী,তাই সকাল থেকে সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা ভীড় জমাচ্ছে বান্দরবানের বিভিন্ন মন্ডপে মন্ডপে।
মহাসপ্তমীতে মাকে প্রণাম জানাতে সকাল থেকে বান্দরবানের কেন্দ্রীয় দুর্গা মন্দির, বালাঘাটা, কালাঘাটা, হাফেজঘোনা, মেম্বার পাড়াসহ বিভিন্ন পূজামন্ডপে চলছে নানা ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনা।
আগামী রোববার সকালে দশমীর পুস্পাঞ্জলী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই দুর্গোৎসবের সফল সমাপ্তি ঘটবে।