সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে তিন পর্যটককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরে সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়ির দীঘিনালায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ৭-৮ জনের দুর্বৃত্তের একটি দল গাড়ি চাপা দেয়ার কথা বলে ফরিদপুরের নগরকান্দার মজিবুর রহমানের ছেলে এসএম নাহিদ উজ্জামান, কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির ও হাবিবুর রহমানের ছেলে জেবায়ের আলমের গতিরোধ করে ব্যক্তিগত গাড়ি থেকে তাদের নামান। এ সময় তাদের রাস্তার পাশে একটি পরিত্যক্ত স'মিলে নেয়া হয়। তারপর পরিবারের কাছে টাকা চাইতে চাপ দেয়া হয়।
নাহিদ উজ্জামান বলেন, আমাদের জিম্মি করার সাথে সাথে ফোন কেড়ে নেয়। পরে পরিবারের কাছে কল করে ৫০ লাখ টাকা চাওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে তাদের সাথে কথা বলে ২০ লাখ টাকায় রফাদফা করে এক আত্মীয়ের কাছে কৌশলে কল করি। কল করে টাকা চাইলে তিনি বিষয়টি খাগড়াছড়ির পুলিশ সুপারকে অবগত করেন। এরপর পুলিশের কাছ থেকে কল আসতে থাকলে তারা ভুল বোঝাবুঝি হয়েছে বলে আমাদের মুক্ত করে পালিয়ে যায়। মুক্ত হয়ে আমরা পুলিশ সুপারের কাছে এসেছি।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এ বিষয়ে পুলিশ মামলা নিবে। মামলার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।