বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

এনডিসি কোর্সে অংশগ্রহনকারীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০১৮ ০৫:৫৮:৫২ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৭:৪৩:৫৮  |  ৭৮৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এনডিসি(ন্যাশনাল ডিফেন্স কলেজ) কোর্সে Internal Study Tour(IST-2)    এ অংশগ্রহণকারী অফিসারদের সাথে রাঙামাটি জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ এর ৩৪ জন প্রতিযোগী ও ফ্যাকাল্টি মেম্বারসহ কোর্স ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৩৪ জন অফিসারদের মধ্যে  সৌদি আরব, মিশর, পাকিস্তান, নাইজেরিয়া ও ভারতের সামরিক বাহিনীর উচ্চপদস্থ ১১ জন অফিসার উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

মতবিনিময় সভায় রাঙামাটি জেলার ইতিহাস, ঐতিহ্য , পর্যটন এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়  ও প্রশ্নোত্তর পর্বে রাঙামাটি জেলার আইন-শৃংখলা, প্রশাসনিক ব্যবস্থা এবং পর্যটন সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে আগত অতিথিদের সম্মানে জেলা প্রশাসকের ডাক বাংলোয় নৈশ  ভোজের আয়োজন করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions