অভাবের তাড়নায় লংগদুতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যা নানা আয়োজনে রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত নৈসর্গিক সৌন্দর্য্যের আঁধার সতাং পাহাড়, পর্যটনের নতুন সম্ভাবনা পাহাড়ের দরিদ্র মানুষের কল্যাণে শেখ হাসিনার বিকল্প নেই : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ের পর্যটন নিয়ে আশা-হতাশার কথা ও পরিবেশ বান্ধব বিনিয়োগ : প্রান্ত রনি
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বন্ধ হলে দুনীতি, উন্নয়নে আসবে গতি এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাঙামাটিতে জেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমার সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, রাঙামাটি জেলা দুদকের উপ-পরিচালক মোঃ শফিকুর রহমান ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তাগন বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন কমিটিতে থেকে অনেকে ক্ষমতার অপব্যবহারের সুযোগ নিয়ে নিজেরাই দুনীতিতে জড়িয়ে পড়ছে। এ থেকে বেরিয়ে আসার জন্য অপব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানান বক্তারা।
বক্তারা বলেন, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এভাবে দুর্নীতি চলতে থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। এ কারণে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিকে প্রতিরোধ ও দুর্নীতির বিরুদ্ধে সকলের প্রতি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয় সভা থেকে।