বুধবার | ১১ সেপ্টেম্বর, ২০২৪

মন্দির ও বৌদ্ধ বিহার রক্ষায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

প্রকাশঃ ০৬ অগাস্ট, ২০২৪ ১২:৫২:০৩ | আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০১:২৬:০২  |  ৫৬০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলায় সরকারি স্থাপনা, মন্দির বৌদ্ধ বিহার রক্ষায় বিশেষ ইমিডিয়েট টিম গঠন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা।


আজ আগষ্ট ২০২৪ মঙ্গলবার সকাল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন সরকারি স্থাপনা, মন্দির, বৌদ্ধ বিহারে বিশেষ ইমিডিয়েট রেসপন্স টিমের লিফলেটে মোবাইল নাম্বার দিয়ে তা লাগিয়ে দেওয়া হয়।


এসময়ে উপস্থিত ছিলেন পিসিসিপি' কেন্দ্রীয় কমিটি' সাধারণ সম্পাদক মো: হাবীব আজম, পিসিএনপি রাঙামাটি জেলা প্রচার সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, রাবিপ্রবি নেতা নুরুল ইসলাম প্রমুখ।

 

এসময়ে বৌদ্ধ বিহার মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে কথা বলে তাদেরকে সচেতন করা হয়। কোন দুষ্কৃতিকারী ভয় ভীতি দেখালে কোন আশংকা দেখা দিলে ইমিডিয়েট রেসপন্স টিমকে জানানোর অনুরোধ করা হয়।


ইমিডিয়েট রেসপন্স টিম যে কোন সমস্যায় স্ব-শরীরে হাজির হয়ে তাদের পাশে দাড়াঁবার প্রতিশ্রুতি দেন।


বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে কোন অপশক্তিকে ছাড় দেওয়া হবে না বলে জানান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি' কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions