শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়ির সাজেকে আগুনে পুড়ে গেছে ৩টি রিসোর্ট

প্রকাশঃ ১৬ এপ্রিল, ২০১৮ ০১:৫৯:২৩ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ১১:০৯:০৭  |  ১১৭০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির সাজেকে রোববার দিবাগত রাতে আগুনে পুড়ে গেছে ৩টি রিসোর্ট।
রাত ২টার পর হঠ্যাৎ রিসোর্টগুলোতে আগুন দেখতে পায় আশ পাশের লোকজন, আগুনের খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও স্থানীয় জনতা ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় সাজেক বিলাস,কাচালং কর্টেজ ও গরবা কর্টেজ। এতে ক্ষয় ক্ষতির পরিমান ২০লাখ টাকা হবে।

আগুনে পুড়ে যাওয়া সাজেক রিসোর্টগুলোর মালিকদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেএসএস সংস্কারের নেতা সুদর্শন চাকমা ও রিন্টু চাকমার কাচালং কর্টেজ, দীঘিনালা মেরুং এর নজরুল ইসলামের গরবা কর্টেজ এবং জ্ঞান জ্যোতি চাকমার সাজেক রিসোর্ট।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার জানান, আগুনে ৩টি রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচন্ড গরমে রিসোর্টগুলোর আশপাশে থাকা ময়লা থেকে আগুন লাগতে পারে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions