প্রধানমন্ত্রীই পাহাড়ের প্রত্যন্ত জনপদে আলো জ্বালানোর পথিকৃৎ : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি রাঙামাটি শহরের টিন্ডটি এলাকা থেকে গ্যাসের গুদাম অপসারণের দাবি রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটি ক্লাষ্টারের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি পালন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির সাজেকে রোববার দিবাগত রাতে আগুনে পুড়ে গেছে ৩টি রিসোর্ট।
রাত ২টার পর হঠ্যাৎ রিসোর্টগুলোতে আগুন দেখতে পায় আশ পাশের লোকজন, আগুনের খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও স্থানীয় জনতা ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় সাজেক বিলাস,কাচালং কর্টেজ ও গরবা কর্টেজ। এতে ক্ষয় ক্ষতির পরিমান ২০লাখ টাকা হবে।
আগুনে পুড়ে যাওয়া সাজেক রিসোর্টগুলোর মালিকদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেএসএস সংস্কারের নেতা সুদর্শন চাকমা ও রিন্টু চাকমার কাচালং কর্টেজ, দীঘিনালা মেরুং এর নজরুল ইসলামের গরবা কর্টেজ এবং জ্ঞান জ্যোতি চাকমার সাজেক রিসোর্ট।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার জানান, আগুনে ৩টি রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচন্ড গরমে রিসোর্টগুলোর আশপাশে থাকা ময়লা থেকে আগুন লাগতে পারে।