রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা: অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ৩ লংগদুর শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বান্দরবানে দূর্গা পূজা উদযাপন কমিটির সাথে সেনাবাহিনীর মতবিনিময় ১৬ বছর পর লংগদুতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পিত সংঘাত সৃষ্টিকারী পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি পিসিসিপি'র
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির সাজেকে রোববার দিবাগত রাতে আগুনে পুড়ে গেছে ৩টি রিসোর্ট।
রাত ২টার পর হঠ্যাৎ রিসোর্টগুলোতে আগুন দেখতে পায় আশ পাশের লোকজন, আগুনের খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও স্থানীয় জনতা ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় সাজেক বিলাস,কাচালং কর্টেজ ও গরবা কর্টেজ। এতে ক্ষয় ক্ষতির পরিমান ২০লাখ টাকা হবে।
আগুনে পুড়ে যাওয়া সাজেক রিসোর্টগুলোর মালিকদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেএসএস সংস্কারের নেতা সুদর্শন চাকমা ও রিন্টু চাকমার কাচালং কর্টেজ, দীঘিনালা মেরুং এর নজরুল ইসলামের গরবা কর্টেজ এবং জ্ঞান জ্যোতি চাকমার সাজেক রিসোর্ট।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার জানান, আগুনে ৩টি রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচন্ড গরমে রিসোর্টগুলোর আশপাশে থাকা ময়লা থেকে আগুন লাগতে পারে।