শুক্রবার | ০৬ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থক নিহত

প্রকাশঃ ০৮ জুন, ২০২৪ ০৯:০২:৫২ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫২:০৬  |  ৯৮৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে নিজ বাড়িতে ঢুকে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বরুণ বিকাশ চাকমা (৫৫) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হাতিমারা গ্রামের বাসিন্দা। বরুণ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সমর্থক। 

 

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। 

 

পানছড়ি থানার অফিসার ইন-চার্জ (ওসি) শফিউল আজম জানান, বিভিন্ন মাধ্যমে গোলাগুলির খবর শুনেছি। হতাহতের বিষয়ে নিশ্চিত এখনও কোন তথ্য নেই। 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions