শনিবার | ২৭ জুলাই, ২০২৪

মহালছড়ি জোনের উদ্যোগে দুস্থ জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ ০৬ জুন, ২০২৪ ০৮:৪০:১৪ | আপডেটঃ ২৭ জুলাই, ২০২৪ ০২:৪৬:০৪  |  ২৮৩

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন'র উদ্যোগে অসহায়, দুস্থ জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

৬ মে (বৃহস্পতিবার) খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনে মোট ছয় জন হতদরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝেনগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। মহালছড়ি জোনের জোন কমান্ডারের পক্ষ থেকে এই সহায়তা হস্তান্তর করেন ক্যাপ্টেন আব্দুল্লাহ আল জামিল।উপকারভোগী ব্যক্তিরা সবাই সেনাবাহিনীর মানবিক কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।


উল্লেখ্য যে, প্রতিনিয়ত গৃহনির্মাণ, চিকিৎসা সেবা প্রদান সহ অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনা করে মহালছড়ি জোন সবসময় দুঃস্থ জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করে যাচ্ছে।


পার্বত্য চট্টগ্রামের মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions