শনিবার | ২৭ জুলাই, ২০২৪

বান্দরবানের লামায় ট্রাক উল্টে শ্রমিক নিহত, আহত ৭

প্রকাশঃ ২২ মে, ২০২৪ ০৩:৩৬:৪০ | আপডেটঃ ২৭ জুলাই, ২০২৪ ০৯:১৪:৫৫  |  ২৬৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামায় ট্রাক উল্টে মো. জাহাঙ্গীর (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছে, এসময় আহত হয়েছেন আরও ৭ জন।  বুধবার (২২ মে) সকাল সোয়া ৭টায় বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বদরটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনসার্জ (এসআই) মো. মফিজ উদ্দিন।

তিনি জানান, সকালে হারবাং এলাকা থেকে গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজে ১৫-২০ জন শ্রমিক নিয়ে ট্রাকটি যাচ্ছিল। ফাইতং ইউনিয়নের শেষ সীমানায় বদরটিলা নামক জায়গায় পাহাড়ে উঠতে গিয়ে ট্রাকটি পিছনে এসে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে শ্রমিক মো. জাহাঙ্গীর নিহত হন। এই ঘটনায় আরও ৭জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রামের চকরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এই বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions